মেঘের ফাঁকে রোদের চিবুক চেরা হাসি,
মেঘের ফাঁকে রোদের চিবুক চেরা হাসি,
রংধনু বাতাসে কল্পনার রোদ-বৃষ্টি দুপুর
মাঝ পথে বিশাল একটা পাহাড় থেমে আছে,
মেঘেদের এপার ওপার পারাপার
সরল বিশ্বাসে আকাশ মেলে ধরেছে
তার উপচে পড়া সকল স্ফুট-অস্ফুট লাবণ্য
আর আমি এই সাতসকালে অপেক্ষা করে আছি
অচেনা অজানা একটি বুনো প্রজাপতির জন্য।
-- নাম মহুয়া…!
.
কংলাকের চূড়ায় চিরচেনা ডালিম রঙা সূর্যাস্ত
অনেকটা না বলে হঠাৎ হারিয়ে যাওয়ার মতো,
পরিযায়ী ডানায় সন্ধ্যার ক্ষুদে বার্তা নিয়ে আসে
দলছুট কয়েকটা খঞ্জনা ও খয়েরী রঙের শালিক।
সামনের সোনারোদ মাখা হরিৎ বর্ণের পাহাড়টাও
দুলতে দুলতে অমোঘ অমানিশায় মিলিয়ে যায়
আমি অপার মৌন নিষ্পলক মুগ্ধতা নিয়ে দেখি!
যেনো পৃথিবীর সব সুখ মিশে আছে এইখানেই।
--হ্যাঁ এইখানেই….!
.
বেনামি খামে একটা উড়ো চিঠি দিয়ে গেলো কুয়াশা
বিড়বিড় করে কাঁপা কাঁপা ঠোঁট নেড়ে বলে গেলো-
দূরত্বের সীমানার প্রাচীর পেরিয়ে অনাহারী দৃষ্টিতে
খেয়ালী মনা রুইলুই পল্লী ভিঁজবে মেঘভাঙা বৃষ্টিতে,
কষ্টের স্রোতে নদীটাও আছড়ে পড়বে অরণ্যের বুকে
পাহাড়ের রহস্য থাকলেও কোনো প্রকার হিংস্রতা নেই,
--বুঝলে….!
.
তারপর….
আকাশে দ্বিতীয়া তিথীর হালকা নীল রঙের চাঁদোয়া
চন্দ্রমল্লিকার বর্ণবিভায় উদাস উদাস মেঘের নিমন্ত্রণ
মাঝরাতে ঝুম বৃষ্টি শুরু হলো , বাতাসে বৃষ্টির বুনো গন্ধ!
বেলকনির শেফালী গাছে টুনি দম্পতির লাল-নীল সংসার, ফিসফিস করে ঠোঁটে ঠোঁটে টোনাটুনির কথোপকথন -
আকাশচুম্বী বাড়ী আর অ্যাকুরিয়াম কাঁচ শহরের চেয়ে
এই মেঘের রাজ্যে মেঘ ছোঁয়া সুই মুই কাঁঠের বাড়িটার
অনেক অনেক পার্থক্য আছে এবং অনেক অনেক সুখ
---তাই নারে টুনি বউ.. !!
No comments