শুধু একবার যদি বলো- ভালোবাসি

শুধু একবার যদি বলো- ভালোবাসি, তাহলে
দুঃখের ফুল বাগান থেকে সবগুলো দুঃখী ফুল
আমি এক নিমিষেই ছিড়ে ফেলে দেবো, 


কংলাকের চূড়ায় বসে যে ডালিম রঙা সূর্যটা
দেখেছিলাম ঠিক সেটা তোমার হাতে এনে দেবো।
পাতাল পুরের রাজার মাথার মুকুট ছিনিয়ে আনবোহাজার হাজার দত্যিদানোর সাথে যুদ্ধ করে, উন্মাতাল সর্বনাশী ঢেউয়ের ঝাপটা বুকে নিয়েতোমার সামনে উন্মোচিত করব সমস্ত মাছেদের রহস্য!বিন্দু বিন্দু বিশ্বাসের বিনিময়ে কিনবো একটা ভার্জিন পাহাড়।সমস্ত ছায়াপথ হেঁটে আসব এক রাতের মধ্যেইঅতঃপর ফিরে যাবো প্রলম্বিত দূর্দান্ত কৈশোরেদরাজ আপ্যায়নে নিজের গায়ে মাখবো ধূলো মাটি, নত সংযত আকাশটাকে বানাবো মগ্নচৈতন্য কবিতাঅরণ্যে সুশীল বাসর সাজাবো অহম প্রাচুর্য দূরে ঠেলে।পার্থিব সুখের আশায় একটা স্বর্গের পৃথিবী কিনেছিলাম,বহু আগেই, সেটাও খুব খুব কম মূল্যে বেচে দিবোকোনো এক নিকুঞ্জ অভিলাষী পথিকের কাছে, শুধু একবার, হ্যাঁ শুধু একবার বলো ' ভালোবাসি ' বিশ্বাস ভরা সমস্ত পরিবর্তন তোমার চরণে নিংড়ে দিবো।#___" ভালোবাসা ও বিশ্বাস "

No comments

Powered by Blogger.