কেউ যদি অবিশ্বাসের হাত ধরে.....

কেউ যদি অবিশ্বাসের হাত ধরে
অনেক অনেক দূরে চলে যেতে চায়
তবে চলে যাক আর আটকাবো না।


এক আকাশ নক্ষত্র যদি
তার সকল ভালোবাসা নিয়ে হারিয়ে যায়তবে হারাক আর বাধা হবো না।আদিম পৃথিবী থেকে যদিসমস্ত সূর্যের দিন শেষ হয়ে যায়তবে যাক আমি কিছু বলবো না।শৃঙ্খলিত মানুষেরা যদি হঠাৎইউশৃঙ্খল রোগীর মতো হয়ে যায়তবে যাক আমি পিছু হাঁটবো না।কারো হৃৎপিণ্ডের দৈর্ঘ্য যদি কোনো দিনস্বাভাবিকের চেয়েও কমে যায়তবে কমুক তাতে আমার কিছু না।যদি কানায় কানায় ভরে উপচে পড়েকারো অনাকাঙ্ক্ষিত সুখতবে পড়ুক আমি ফিরে চাইব না।যদি আকুল আকাঙ্ক্ষার সূর্যটাওচিরতরে অস্তাচলে হারাতে চায়তবে হারাক আমি বেধে রাখবো না।গাছগুলোও যদি কোনো নির্জন পার্কে হাঁটু গেড়ে বসে বিশ্রাম নিতে চায়তবে বসুক আমি বিরক্ত করবো না।এলোমেলো বাতাস যদি নক্ষত্র আলোয়নিগূঢ় রাতে মায়াবী হাসি হাসতে চায়তবে হাসুক তাতে আমার কি যায় আসে!আমি জানি, আমার হয়ে থাকবে শুধুপ্রাচীন উল্টানো অথর্ব আকাশটাযেখানে আমি এক নির্বিকার মানুষ!কারণ, আমি ও আকাশ আজও অচৈতন্য ও নিস্পন্দ।।
#____" অচৈতন্য "

No comments

Powered by Blogger.