তুমি বুঝলে না ...

তুমি বুঝলে না, কিন্তু অনুভব করেছিলে
আমার মাঝে নরকের শিখা 


সেদিন যখন নরক শিখায় পুড়তে এলে
ঠিক সেদিনই আমার অন্ধকার ঘরের জানালার
পাশে ফুটে উঠেছিল একটি সুন্দর দিনের আলো।
আর কুর্নিশরত ছিলো কিছু লাল নীল টিউলিপ.. শীত বিদায়ের দখিনা হাওয়ায় দুলতে দুলতেতোমাকে বরণ করে নিয়েছিলো পৃথিবীর সীমাহীন সুখ।যদিও নিয়মমাফিক ঋতুর পরিবর্তন কেমনতা আমার জানা ছিলো না; বা জানার কথাও না, তবুও সেদিন আমার পরিচিত শহরটার ওপর দিয়েবয়ে গিয়েছিল এলোমেলো অথচ শান্ত বসন্ত বাতাস! সেদিন বিনা দ্বিধায় মৈত্রী চুক্তিতে স্বাক্ষর করেছিলোগ্রীষ্মের দুপুরের গনগনে সূর্য আর শ্রাবণের মেঘগুলো। পৃথিবীর সমস্ত সমর শক্তিশালী দেশগুলোও তাদের অভিযানের সমস্ত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মুহূর্তে গুটিয়ে নিলো, রাতের আকাশে ছিলো হাজারো তারার মিছিলসপ্তর্ষিমন্ডলে যোগ হলো আরো অনেক গ্রহাণুপুঞ্জ!অথচ তুমি বুঝলে না কিংবা বুঝতে চাইলে নাতাড়াহুড়ায় যখন ভাঙলে হৃদয় আর তখনস্নেহভরা মনে শূন্যতায় খুঁজে নগ্ন ধূলো মাটিআকুল কামনায় মেঘের ফাঁকে চাঁদ উঁকি দেয় মাঝরাতে, তুমি চাইলেই দপদপে নীহারিকা ছুঁতে পারতেঅথচ না ভালোবাসতে পারলেনা চাঁদ আর নীহারিকা ছুঁতে পারলে!যদিও স্কট আইরিশ পথিকের মতোখুঁজে পাওয়ার মতো কিছুই ছিলো না আমার মাঝেতবুও দুঃসাহসিক এক উত্তাল সমুদ্র ছিলো...প্রলম্বিত অনুরাগের সুসমাচারের জলপ্রান্তরে, অথচ তুমি দেখলেই না…!!#____" তুমি বুঝলে না 

No comments

Powered by Blogger.