করোনা ভাইরাস প্রতিরোধ করতে & করোনা ভাইরাস এর লক্ষণসমুহ: Corona Virus Prevention: Symptoms of Coronary Virus:
করোনা ভাইরাস প্রতিরোধ করতে: করোনা ভাইরাস এর লক্ষণসমুহ:
Corona Virus Prevention: Symptoms of Coronary Virus:
১। সাবান, গরম পানি বা স্যানিটাইজার দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে।
২। হাঁচি বা কাশির সময় টিস্যু ব্যবহার করতে হবে। টিস্যু না থাকলে কনুইয়ের মাঝে নাক-মুখ ঢাকতে হবে।
৩। হাত না ধুয়ে চোখ, মুখ বা নাকে হাত দেওয়া যাবে না।
৪। যেখানে সেখানে থু থু ফেলা যাবে না।
৫। সবসময় হাতের কাছে বিশুদ্ধ পানি রাখতে হবে।
৬। একবারে বেশি করে পানি পান করে লাভ নেই। বরং কিছুক্ষণ পরপর অল্প অল্প পান করে কণ্ঠনালীকে সবসময় আদ্র করে রাখুন।
৭। ট্রেন, বাস এবং যেকোনো পাবলিক ট্রান্সপোটেশনে মাস্ক পড়তে ভুলো না।
৮। অসুস্থ কারো খুব কাছে যাওয়া এবং একান্ত প্রয়োজন ছাড়া ভীড় এড়িয়ে চলতে হবে।
৯। যে সব খাবারে ভিটামিন সি আছে সেই খাবার গুলো বেশী করে খেতে হবে।
করোনা ভাইরাস এর লক্ষণসমুহ:
১। ঘন ঘন উচ্চ তাপমাত্রায় জ্বর।
২। জ্বরের পর দীর্ঘদিন কাশি।
৩। মাথাব্যথা, বিশেষ করে শ্বাস প্রশ্বাস জনিত রোগে ভোগা।
এই সংক্রামক রোগটি সম্পর্কে নিজে জানো এবং অন্যকে জানাও।
করোনাভাইরাস সম্পর্কিত যেকোনো তথ্য জানতে কল করুন টোল ফ্রি ১৬২৬৩ নম্বরে।
-(সূত্র 'Universalnews.info')
1. Wash hands with soap, hot water or sanitizer for at least 20 seconds.
2. Tissue should be used during sneezing or coughing. If there is no tissue, the nose-face should be inserted between the elbows.
3. The eyes, face or nose can not be washed without washing hands.
4. Where there is no spit.
5. Always keep pure water near your hand.
6. There is no profit by drinking water more than once. Rather, keep the vocal cords moist for a while after drinking a little.
7. Don't forget to read the masks on trains, buses and any public transportation.
8. Avoid getting too close to someone who is sick and without the need for solitude.
9. Foods that contain vitamin C should be eaten more often.
Symptoms of the Corona Virus:
1. Frequently fever at high temperatures.
2. Cough long after fever.
3. Suffer from headaches, especially respiratory diseases.
Learn about this infectious disease yourself and let others know.
For any information regarding coronavirus, call toll free at 16263.
- (Source 'Universalnews.info')
No comments