হিজড়া সদস্যরা অসহায় মানুষের পাশে ত্রাণ পৌছে দিয়েছে"
হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা অসহায় মানুষের পাশে ঘরে ঘরে ত্রাণ পৌছে দিয়েছে"
করোনা এর প্রভাব অসহায় মানুষের পাশে হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের উদ্যোগ ও প্রচেষ্টায় অসহায় বস্তিবাসী পরিবারের মাঝে গতকাল ১লা এপ্রিল ত্রাণ সামগ্রী পৌছে দেয় 'বৃহন্নলা'। কমলাপুর টিটি পাড়া বস্তি এলাকার প্রায় শতাধিক পরিবারের হাতে পৌছায় এই ত্রাণ। প্রতি প্যাকেটে চাল, ডাল, তেল, লবন, আলু এবং সাবান দেয়া হয় যা দিয়ে তারা তিন দিন চলতে পারবে বলে ধারণা করা হচ্ছে। বিতরণকালে বৃহন্নলা-ঢাবি ও চবির সভাপতিসহ উপস্থিত ছিলেন ৪ জন হিজড়া সদস্য। পুরো বিশ্ব ভয়াবহ মহামারী দ্বারা কাবু হয়ে আছে। ভয়াবহতা এড়াতে অন্যান্য দেশের মত লকডাউনে থাকায় বিপাকে পড়েছে এদেশের সাধারণ মানুষ। এমন পরিস্থিতে অন্যান্য সংগঠনের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ গ্রহণ করে হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাওয়া বিশ্ববিদ্যালয় ভিত্তিক সংগঠন 'বৃহন্নলা'। বৃহন্নলা'র এ উদ্যোগে অর্থ সহায়তা প্রদাণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক-বর্তমান শিক্ষার্থী সহ অনেকেই। দেশের এমন দুর্যোগে সমাজের সদা বঞ্চিত হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের মানবসেবার এ কার্যক্রম আমাদেরকে তাদের সম্পর্কে নতুন করে ভাবিয়ে তোলে।
No comments