প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পায়ে বাংলাদেশ

পাকিস্তানের মাটিতে সাদা পোশাকে রঙিনভাবে শুরু করল শান্ত বাহিনী সাথে বুঝিয়ে দিল এই বাংলাদেশ হার মানতে জানে না 



 এই বাংলাদেশ কাউকে ভয় পায় না একপ্রকার বসিয়ে দিয়ে লাল সবুজের পতাকাকে নিয়ে গেলেন অনন্যা এক উচ্চতায় পাকিস্তানের বিপক্ষে ইতিহাস করা জয়ের মুহূর্ত 



 পাকিস্তানের মাটিতে এ যেন এক নতুন বাংলাদেশ দিনের শুরুতে পূর্বের সূর্যটা মাথার উপরে আসার আগেই যেন নতুন বার্তা দেয়া শুরু করে একপ্রকার বিপর ইতিহাসের দরজা খুলে যায় শান্ত লিটনদের সামনে পাকিস্তানের মাটিতে


 এদের শুরুটা ছিল তরুণ পেশার নাহিদ রানার প্রথম ইনিংসে বেশ খরচে থাকলেও আজ দেখিয়েছেন নিজের গতির ভেনকে আগের দিন এক উইকেট হারানো পাকিস্তান হাসান মাহমুদ তারপর ডেলিভারিতে ৩৭ বলে ১৪ রান করে এরপর টাইগারদের গলার কাঁটা হয়ে দাঁড়ান বাবরাজম ৫০ বলে ২২ রান করে 


তিনি যখন একটু একটু করে উইকেটে হচ্ছিলেন তখনই তাকে বোল্ড আউট করে ম্যাচের লাগাম টেনে ধরেন নাহিদরা।

 এমন শুরুর পর ম্যাচের সাকিব আল হাসান ধীরে ধীরে একাই যখন ম্যাচের প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন 



তখন পুনরায় আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ ২৯ এর আগে ম্যাচের প্রথম দিন টসে যেতে বল করা সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ বৃষ্টি বিঘ্নিত প্রথম এনেছে ৪৪৮ রান নিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিক পাকিস্তান ব্যাটিং করে 


টাইগার  ও মুশফিকুর রহিমের অনবদ্য ১৯১ রানের উপরে ভর করে তাড়া করতে নেমে বেশ সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দল সুবাদে পাকিস্তানের মাটিতে তো বটেই প্রথমবারের মতো তাদের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পায়ে সাকিব আল হাসান



No comments

Powered by Blogger.