Mujib Year-2020 আতশবাজির মধ্য দিয়ে শুরু হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষের অনুষ্ঠান।


Mujib Year-2020. On the anniversary of the birth anniversary of Bangabandhu Sheikh Mujibur Rahman, the Government of the People's Republic of Bangladesh took various programs as the Mujibbars from March 17, 2020 to March 17, 2021. This will be celebrated through various events throughout the year.

বঙ্গবন্ধু রাত ৮টার দিকে জন্ম নিয়েছিলেন। তাই ঠিক ৮টা বাজেই বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে শুরু হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষের অনুষ্ঠান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতাস্তম্ভের পাশেই আয়োজন করা হয় চোখধাঁধানো আতশবাজি ও লেজার শোর। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘মুক্তির মহানায়ক’। যার মূল আয়োজন করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন বাস্তবায়ন জাতীয় কমিটি।


No comments

Powered by Blogger.