২০২২ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে চূড়ান্ত করা হলো ফিফা বিশ্বকাপের সূচী

Fifa 2022
এবার চোখ দিতে হবে কাতারে। চার বছর পর মধ্যপ্রাচ্যের এ দেশটিতেই গড়াবে ২০২২ বিশ্বকাপ। উদ্বোধনের দিনক্ষণ নিয়ে শুরুতে কিছুটা ধোঁয়াশা থাকলেও ইতিমধ্যে সেটা চূড়ান্ত করে দিয়েছে ফিফা।

২০২২ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে। বুধবার (১৫ জুলাই) চূড়ান্ত করা হলো বিশ্বকাপের সূচী। । ৬০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়াম কাতারের অন্যতম সৌন্দর্যমন্ডিত স্টেডিয়াম।

প্রতিদিন অনুষ্ঠিত হবে ৪টি করে ম্যাচ। স্থানীয় সময় দুপুর ১টা, ৪টা, ৭টা এবং ১০টায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে খালিফা স্টেডিয়ামে। পরদিন ১৮ ডিসেম্বর আসরের ফাইনাল ম্যাচের ভেন্যু ৮০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন লুসাইল স্টেডিয়াম। তবে এখনো চূ'ড়ান্ত হয়নি কোন দল কোন গ্রুপে খেলবে।

তবে সব সমালোচনা উড়িয়ে দিয়ে সময়ের আগে পুরোপুরি প্রস্তুত হতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে কাতার। ইতিমধ্যে আটটি স্টেডিয়াম বিশ্বকাপের জন্য প্রস্তুত করছে তারা। যেগুলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হবে। ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে পারার নিশ্চয়তা দিচ্ছে কর্তৃপক্ষ।


Now we have to pay attention to Qatar. After four years, the 2022 World Cup will be held in this Middle Eastern country. Although there was some ambiguity at the beginning about the opening day, FIFA has already finalized it.



The 2022 World Cup will be held in Qatar. The World Cup schedule was finalized on Wednesday (July 15). . With a capacity of 60,000 spectators, this stadium is one of the most beautiful stadiums in Qatar.



4 matches will be held every day. The matches will be held at 1 pm, 4 pm, 6 pm and 10 pm local time. The third place match will be played on December 16 at Khalifa Stadium. The next day, on December 16, the venue for the final match of the event was Lucille Stadium with a capacity of 60,000 spectators. However, it has not been decided yet which team will play in which group.



However, Qatar is trying its best to be fully prepared ahead of time by dispelling all criticisms. They are already preparing eight stadiums for the World Cup. Which will be fully air-conditioned. Authorities are guaranteed to be able to play at a temperature of 20 degrees Celsius.
ইতিমধ্যে আটটি স্টেডিয়াম বিশ্বকাপের জন্য প্রস্তুত 

No comments

Powered by Blogger.